ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পোলার্ডের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
পোলার্ডের নতুন ইতিহাস

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালেদের একজন তিনি। বিশ্বের নানা প্রান্তে খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি লিগ।

এই ফরম্যাটের ক্রিকেটে কাইরন পোলার্ডের রেকর্ডেরও কমতি নেই। এবার নতুন এক কীর্তিই গড়েছেন এই অলরাউন্ডার।  

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলেছেন পোলার্ড। সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েন তিনি। মাইলফলকের দিনে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ১১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পোলার্ড। তার দল জয় পেয়েছে ৫২ রানে।

১০০ বলের খেলা হলেও পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয় এই খেলাকে। টি-টোয়েন্টি খেলার বিচারে পোলার্ডের কাছাকাছিও কেউ নেই। তার স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এ ছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেটার।

বাংলাদেশ সময় : ১৬২০, আগস্ট ৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।