ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের দল নিয়ে বৈঠকে পাপন ও বিসিবি কর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এশিয়া কাপের দল নিয়ে বৈঠকে পাপন ও বিসিবি কর্তারা

ক্রিকেট পাড়ায় গত কয়েকদিন ধরেই আলোচনায় এশিয়া কাপের দল। এমনিতে এই টুর্নামেন্টের জন্য দল দেওয়ার শেষ সময় ছিল ৮ আগস্ট।

কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরির কারণে তিনদিন সময় বাড়িয়ে নেয় বিসিবি।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) এখনও ঘোষণা করা হয়নি এশিয়া কাপের দল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দুপুর আড়াইটায় পাপনের কার্যালয় বেক্সিমকো ফার্মাতে আসেন নান্নু।

শুধু স্কোয়াডই নয়, বিসিবির চিন্তার কারণ অধিনায়কত্বও। গত জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান ইনজুরির কারণে এশিয়া কাপে থাকছেন না। সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দেওয়ার কথা শোনা গেলেও বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিতর্কে তিনি।

সব ইস্যুতেই বৈঠক চলছে বিসিবি সভাপতির অফিসে। বেশ কয়েকজন বোর্ড পরিচালকও আছেন এই বৈঠকে। এনায়েত হোসেন সিরাজ, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও আছেন এই মিটিংয়ে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।