টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি।
শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে নির্বাচক, বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সাকিবের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষণা দেন।
তিনি বলেন, 'আমাদের আগের বোর্ড সভায় এটা সিদ্ধান্ত নেওয়া ছিল,আজকে আবার আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমাদের মাননীয় বোর্ড সভাপতি ছিলেন, নির্বাচকরা ছিলেন। আমরা এ কয়টা সিরিজের জন্য সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছি। '
এ নিয়ে তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব। ২০০৯ ও ২০১৭ সালে দুই দফায় এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার।
সাকিবের অধীনে ২১ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ২১ ম্যাচের ১৪টিতেই হারের মুখ দেখতে হয়েছিল সাকিবকে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এমএইচবি/এমএইচএম