ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন বাবর

একের পর এক সুসংবাদ পাচ্ছেন বাবর আজম। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান- এবার তাতে যোগ হলো রাষ্ট্রীয় সম্মাননা।

 

গতকাল রোববার পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবসে বাবর ‘সিতারা-ই-পাকিস্তান’বা ‘সিতারা-ই-ইমতিয়াজ’এ ভূষিত হয়েছেন। পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এটি। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে সিতারা-ই-পাকিস্তান পুরস্কার জিতলেন বাবর।

এদিকে নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফকে তমঘা-ই -পাকিস্তান সম্মাননায় ভূষিত করা হয়েছে।  

এক টুইটার বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা বার্ষিকীতে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হওয়ায় পাকিস্তান পুরুষ দলের অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ এবং মাসুদ জান (দৃষ্টিহীন ক্রিকেটার)-কে অভিনন্দন জানাচ্ছে পিসিবি।

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাবর। ৮৯ ওয়ানডেতে ৪ হাজার ৪৪২ রান তার, রয়েছে ১৭টি শতক। পাকিস্তানের হয়ে সর্বকালের ওয়ানডে রান সংগ্রাহকদের মধ্যে ১৫তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে এক শতক ও ২৬ অর্ধশতকে ২ হাজার ৬৮৬ রান নিয়ে আছেন পাকিস্তানি ব্যাটারদের মধ্যে শীর্ষে তিনি। আর ৪২ টেস্টে বাবর করেছেন ৩ হাজার ১২২ রান।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।