ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নাঈমকে আর্জেন্টিনার জার্সি কিনে দিলেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
নাঈমকে আর্জেন্টিনার জার্সি কিনে দিলেন সাকিব

সাকিব আল হাসানকে একবার ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থাকে তার সব সমর্থকেরই। নাঈমও ছিল তাদের একজন।

সাত বছরের এই শিশু গত কয়েক মাস প্রতিদিন দাঁড়িয়ে থাকতেন শেরে বাংলা স্টেডিয়ামের গেট ধরে। প্রিয় সাকিবকে একবার দেখতে।

গতকালই হয়েছে তার সেই স্বপ্নপূরণ। সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, করেছিলেন বলও। এবার সাকিব তাকে কিনে দিলেন জার্সি। দেশসেরা তারকা নিজেও আর্জেন্টিনার সমর্থক, নাঈমকেও দিলেন ওই জার্সি।

সবাই তাকে নাঈম ডাকলেও ওই ভক্ত নিজেই অবশ্য নিজের নাম দিয়েছেন ‘সাকিব’। গতকালই নাঈমের মাপের জার্সি-কেডস কিনতে একজনকে বাইরে পাঠিয়েছিলেন সাকিব। কিন্তু ভালো কোয়ালিটির পণ্য না পাওয়ায় সাকিব নিজেই বুধবার (আজ) জার্সি-কেডসই দিয়ে দেবেন বলে অঙ্গীকার করেন। আজ বুধবার সেই উপহার বুঝে পেলেন ৬ বছর বয়সী সেই খুদে ভক্ত।

নাঈমের পছন্দ অনুযায়ী দুটি ক্রিকেট বল (লাল ও সাদা) একটি ক্রিকেট ব্যাট (সাকিবের ব্যাট স্পন্সর এসজির) তিনটি জার্সি, দুইটি ট্রাউজার ও এক জোড়া জুতা কিনে দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল আর্জেন্টিনার ফুটবল দলের একটি জার্সি। তিনটি জার্সির মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সিটি বেছে নেন নাঈম।
 
বাংলাদেশ সময় : ২০৩৪, আগস্ট ১৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।