ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপেই সবকিছু বদলে ফেলতে চাচ্ছি: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এশিয়া কাপেই সবকিছু বদলে ফেলতে চাচ্ছি: পাপন ছবি: শোয়েব মিথুন

অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে ধুঁকছে বাংলাদেশ দল। এর মধ্যে সিরিজ হেরেছে জিম্বাবুয়ের কাছে।

এরপর অবশ্য বেশ কয়েকটি বদল এসেছে। অধিনায়কত্ব নিয়েছেন সাকিব আল হাসান, এশিয়া কাপের স্কোয়াডেও দেখা গেছে বেশ কিছু পরিবর্তন।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টিতে নিজেদের বদলে ফেলতে চায় টাইগাররা। গত কয়েকদিন ধরে মিরপুরে অনুশীলন করছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) তাদের এই অনুশীলন দেখতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এরপর তিনি এমন মন্তব্য করেন।

বিসিবি সভাপতি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।

‘এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পরেই (বড় আসর)। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কিনা জানি না। ’

এই ফরম্যাটে মানসিকতাতেই বাংলাদেশের সমস্যা দেখেন পাপন, ‘মূল সমস্যা আমরা যেটা দেখি টি-টোয়েন্টিতে- খেলোয়াড় ঠিক আছে, খেলোয়াড় যে আমাদের নাই তা না। সমস্যাটা হচ্ছে মানসিকতা বদলাতে হবে। মাইন্ড সেটে পুরো বদল আনতে হবে। টি-টোয়েন্টি এপ্রোচটা আলাদা থাকতে হবে যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই। ’

‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-৪০ করে হয়তো একটা জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না। আমাদের ১৮০-৯০, ২০০ করতে হবে। এটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। আমাদের যে প্ল্যান এখন চলছে এমন কোনো লক্ষণ দেখছি না। খেলার মধ্যেও দেখি না। সেজন্য কী করা যায় এটা নিয়ে আলাপ করছিলাম। তখন জেমি এসে বলল ও নাকি এটাতে খুব আগ্রহী। ’

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।