ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে কোচ থাকছেন না ডমিঙ্গো!

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
টি-টোয়েন্টিতে কোচ থাকছেন না ডমিঙ্গো!

এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি অধিনায়কত্বে বদল এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে।

গুঞ্জন আছে, এবার বদলে যাচ্ছে কোচও।

এশিয়া কাপে রাসেল ডোমিঙ্গো নয় বাংলাদেশের প্রধান কোচ হবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, শুরুতে শোনা যায় এমন কিছু। তবে টি-টোয়েন্টিতে নতুন কোচ হওয়ার দৌড়ে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামই এগিয়ে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালকরা।

এশিয়া কাপে ভালো করতে পারলে স্থায়ীভাবে আলাদা কোচিং তত্বে হাঁটতে পারে বিসিবি। তেমন হলে রাসেল ডোমিঙ্গো টেস্ট ও ওয়ানডে ফরম্যাট দেখভাল করবেন। আরেক ফরম্যাটে থাকতে পারেন আলাদা কোচ।

এক পরিচালক বলছিলেন, ‘শ্রীরামকে বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে বেছে নিয়েছি আমরা। টেস্ট দলকে নির্দেশনা দেওয়ার কাজটা আপাতত চালিয়ে যাবেন ডমিঙ্গো। নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ আছে আমাদের। ’

আজ বাংলাদেশে আসছেন রাসেল ডোমিঙ্গোসহ বিদেশি কোচিং স্টাফরা। যাদের সঙ্গে আগামীকাল বিসিবি কর্তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।  

নতুন টি-টোয়েন্টি কোচ হিসেবে নিয়োগ পেতে যাওয়া শ্রীরামের খেলোয়াড়ি জীবন খুব একটা লম্বা না। ২০০০ সালে অভিষেকের পর খেলেছেন ৮ টি ওয়ানডে। তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এক মৌসুমে হাজার রান করার রেকর্ডও আছে তার।  

তবে কোচিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো শ্রীরামের। জাতীয় দল, বয়সভিত্তিকের পাশাপাশি কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক সহকারী এই কোচ কাজ করেন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। মূলত আইপিএল অভিজ্ঞতার কারণেই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীরাম।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।