ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বাস্তবসম্মত’ চিন্তা করতে বললেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
‘বাস্তবসম্মত’ চিন্তা করতে বললেন সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর অংশ হিসেবে আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে।

টি-টোয়েন্টির নেতৃত্ব  পাওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন তিনি।

অধিনায়ক হিসেবে সাকিবের প্রত্যাশাটা কী? সাকিব বলছেন, তার লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে উন্নতির ছাপ রাখা। যদিও এক-দুইদিনে সব বদলে দেবেন, এমন প্রত্যাশাকে বোকার স্বর্গে থাকা মনে করছেন সাকিব।

ডিবিএল সিরামিকসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসেবেই এসব। যদি মনে করি, একদিন-দুদিনে কিছু বদলে দিতে পারবো অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। বাস্তবসম্মত চিন্তা করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি। ’

‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু আসবে বলা মুশকিল, স্বল্প টাইম। আমি যেটা বললাম সবার দায়িত্ব আছে। কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা; সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে। ’

নতুন টেকিনক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের কাছে প্রত্যাশার ব্যাপারে জানতে চাইলে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় না খুব বেশি কিছু প্রত্যাশা করার আছে এখানে। যেহেতু সে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে পাঁচ-ছয় বছর ছিল, আর আমাদের বিশ্বকাপটাও ওখানে; তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।