ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাচদের ধবলধোলাই করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
ডাচদের ধবলধোলাই করল পাকিস্তান

পাকিস্তানকে অল্প রানে গুঁটিয়ে দিয়ে জয়ের স্বপ্ন বুনছিল নেদারল্যান্ডস। কিন্তু তাদের সেই স্বপ্ন কেড়ে নিলেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

এই দুই পাকিস্তানি বোলারের অগ্নিঝরা বোলিংয়ে জয়ের কাছে গিয়েও হার মানতে হলো ডাচদের। আর তাতেই ধবলধোলাই করার স্বাদ পেল বাবরবাহিনী।

রোববার সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান জিতল ৯ রানে। সফরকারীদের এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হারলো ডাচরা।

রটেরডামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু স্বাগতিক দলের বোলারদের বোলিং তোপে বাবররা অলআউট হন মাত্র ২০৬ রানে। ১২৫ বলে ৯১ রানের ইনিংস খেলে পাকিস্তানকে একাই টেনেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে মোহাম্মদ নওয়াজের ব্যাট থেকে।  

নেদারল্যান্ডসের বাস ডি লিড ৩টি উইকেট নেন। ভিভিয়ান কিংমার শিকার ২ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল নেদারল্যান্ডস। কিন্তু নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের আগুনে বোলিংয়ে ৪ বল বাকি থাকতে ১৯৭ রানে শেষ হয় ডাচদের ইনিংস।

নেদারল্যান্ডসের টম কুপার ৬২ ও বিক্রমজিৎ সিং ৫০ রান করেন।

 ১০ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাসিম। ওয়াসিম ৩৬ রান খরচে নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।