ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরের বাইরে দেখেন না, আমিও ভিডিও দেই না: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
মিরপুরের বাইরে দেখেন না, আমিও ভিডিও দেই না: সাকিব ছবি: শোয়েব মিথুন

সাকিব আল হাসান অদ্ভূত সব কাণ্ড করেন প্রায়ই। গত শ্রীলঙ্কা সিরিজেই যেমন করোনা থেকে সেরে উঠে একদিনের প্রস্তুতিতেই নেমে গিয়েছিলেন মাঠে।

 এবারও প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকার পর তিনদিন আগে প্রস্তুতি শুরু করেছেন সাকিব।  

অন্যরা যেখানে লম্বা প্রস্তুতির পরও পারফর্ম করতে পারেন না, সেখানে সাকিব কীভাবে অল্পতেই পারেন? সোমবার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর তার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসে প্রশ্নটি। সাকিব বলছেন, প্রস্তুতির ব্যাপারটা আদতে ওই ক্রিকেটারদের উপলব্ধি।  

তিনি বলেছেন, ‘অল্প প্রস্তুতি আমি কখনো বলবো না। আমার কাছে মনে হয় যতটুকু প্রস্তুতি দরকার, আমি অতটুকু নেই। যেটা হয় যে, ধরেন আমি মিরপুর এসে তিনদিন ট্রেনিং করেছি, তার মানে কিন্তু এই না যে আমি তিনদিনই ট্রেনিং করেছি। ’

‘মেবি এর আগে হয়তো আমি আরও দশদিন ট্রেনিং করেছি, মিরপুর আসিনি। যেহেতু আপনারা মিরপুরে থাকেন, আমি নিশ্চিত আপনারা দেখতে পাবেন না। আমিও ভিডিও-টিডিও দেই না। তো স্বাভাবিকভাবে কেউ জানে না আমি ট্রেনিং করছি কী করছি না। ’

নির্দিষ্ট ক্রিকেটারের উপলব্ধিকেই বড় করে দেখছেন পাপন, ‘আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে সেরা অবস্থায় থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে। যদি কারো বেশি লেগে থাকে, এটা দোষের কিছু নাই; যদি কারো কম লাগে, ওটাতেও দোষের কিছু নাই। গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ক্রিকেটার নিজে বুঝতে পারছে কি না তার কতটুকু দরকার। ’

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।