ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে র‌্যাংকিংয়ে শুভমান গিলের বড় লাফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
ওয়ানডে র‌্যাংকিংয়ে শুভমান গিলের বড় লাফ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভমান গিল। তিন ম্যাচ খেলে করেছেন ২৪৫ রান।

দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে র‌্যাংকিংয়ে এগিয়েছেন ৯৩ ধাপ।

বুধবার (২৪ আগস্ট) র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন শুভমান গিল। এই তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৯০।

র‌্যাংকিংয়ে ৭৮৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। তিনে রয়েছেন প্রোটিয়া এই ব্যাটারের সতীর্থ কুইন্টন ডি কক। চারে আছেন পাকিস্তানি ব্যাটার ইমাম উল হক। পাঁচে অবস্থান করছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ছয়ে রয়েছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

এদিকে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষেই রয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে অজি পেসার জশ হ্যাজেলউড। তিনে আফগানিস্তানের মুজিব উর রহমান। চারে ভারতের জসপ্রীত বুমরাহ ও পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।