ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অন্যরকম এক সেঞ্চুরির সামনে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
অন্যরকম এক সেঞ্চুরির সামনে সাকিব

ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ছুঁয়েছেন অনেক মাইলফলকও।

এবার অন্যরকম এক সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের সামনে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটিতে খেলতে নামলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হয়ে যাবে সাকিবের।  

এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৩.১০ গড়ে ২ হাজার ১০ রান করেছেন সাকিব; রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২১টি উইকেট। সেরা বোলিং ফিগার ২০ রান দিয়ে ৫ উইকেট।

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটের ১৫তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই ফরম্যাটে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার পরে, পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এখন পর্যন্ত ১২৪টি ম্যাচ খেলেছেন এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ১১৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। এ ছাড়া মুশফিকও খেলেছেন ঠিক ১০০টি। অর্থাৎ তৃতীয় বাংলাদেশি হিসেবে এবার ১০০ টি-টোয়েন্টির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন সাকিব।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমএইচএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।