ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখলেন আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখলেন আফগান ক্রিকেটার সংগৃহীত ছবি

বাংলাদেশ দলের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না এমনিতে। শেষ ১৫ ম্যাচের কেবল দুটিতে এসেছে জয়।

তবুও অনেক সমর্থকই আশায় বুক বাঁধছেন-এশিয়া কাপ দিয়েই ফর্মে ফিরবে দল। নতুন টেকনিক্যাল পরামর্শক, অধিনায়ক নিয়ে ওই স্বপ্নে হাওয়া দিয়েছে বিসিবিও।

কিন্তু আফগানিস্তানের ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরান তো আর বাংলাদেশের সমর্থক নন। ‘বি’ গ্রুপে সুপার ফোরে উঠার লড়াইয়ে তার দলকে লড়তে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গেই। সংবাদ সম্মেলনে তাই তার কাছে প্রশ্ন, ওই দৌড়ে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা; কে এগিয়ে?

জবাবে তিনি বলেছেন, ‘কোন দলকেই আপনি হালকাভাবে নিতে পারবেন না। তবে আপনি যদি শ্রীলঙ্কা দলের দিকে তাকান তারা বেশ কোয়ালিটি সম্পন্ন দল। এশিয়া কাপের জন্য তারা যে স্কোয়াড বাছাই করেছে তা টুর্নামেন্টের অন্যতম সেরা। ’

‘যেকোন দলের বিরুদ্ধে জিততে লড়াই করতে হবে। তবে যদি তুলনা করা হয় তাহলে শ্রীলঙ্কা বেশি শক্ত প্রতিপক্ষ। ’ 

আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান, ওই ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। পরে ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।