ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘কেউ বলতে পারবে না দলের কারো চার-ছক্কা মারার সামর্থ্য নেই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
‘কেউ বলতে পারবে না দলের কারো চার-ছক্কা মারার সামর্থ্য নেই’

পাওয়ার হিটিং নিয়ে আফসোস শোনা যায় নিয়মিতই। ক্রিকেটাররাও নিজেদের শারিরীক শক্তি অন্যদের মতো না হওয়ার কারণ দেখান।

এক্ষেত্রে যেন ব্যতিক্রমই হলেন এনামুল হক বিজয়। তিনি বলছেন, চার-ছক্কা হাঁকানোর সামর্থ্য দলের সবারই আছে।

এশিয়া কাপ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ দল। গত দুইদিন আইসিসির একাডেমি মাঠে ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। শুক্রবারের অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিজয়ের কণ্ঠে পাওয়ার হিটিং নিয়ে ভিন্ন সুর শোনা যায়।

তিনি বলেছেন, ‘আমি প্রায় ১০ বছর ধরে বিপিএল খেলছি, বাংলাদেশের হয়েও খেলছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের যে মেধা আর পরিশ্রম, তাতে পাওয়ার হিটিংয়ের চেয়ে পরিকল্পনা বেশি। কেউ বলতে পারবে না দলের কেউ চার-ছক্কা মারতে পারে না বা সামর্থ্য নেই। শতভাগ সামর্থ্য নিয়েই বাংলাদেশ দলে খেলতে হয়। সবারই পাওয়ার হিটিংয়ে চার-ছক্কা মারার সামর্থ্য আছে। ’

‘আমরা কোন বোলারকে পিক করব, কোন বোলারের বলে সিঙ্গেলস বের করব, কখন মারা উচিত, কখন মারা উচিত না এসব বুঝতে হবে। ব্যাটারদের সবাই কমবেশি মারতে পারে। তাদের নিজস্ব সময় দেওয়া উচিত। ১০ বল হোক বা ৩/৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়েরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। ’

উন্নতির পথ জানিয়ে বিজয় বলেছেন, ‘আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাই’র অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, একদিনে হয়ে যাবে তা না। ৩ মাসে হবে, ৬ মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার। ’

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।