এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বল হাতে যাদু দেখাচ্ছেন আফগান বোলাররা। তাদের দুর্দান্ত বলে দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২১ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৭ আগস্ট) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে টস জিতে তাদের ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান।
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট হারিয়ে বসেন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে ২ রানে বিদায় নেন তিনি। পরের বলে ফের এলবিডব্লিউ হন ব্যাট করতে নামা চারিথ আসালাঙ্কা। রিভিউ নিয়েও লাভ হয়নি। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় এই ব্যাটারকে।
আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও টিকতে পারেননি বেশিক্ষণ। দ্বিতীয় ওভারের শেষ বলে উইকেটরক্ষকের তালুবন্দি হন তিনি। ৭ বলে ৩ রান করে বিদায় নেন লঙ্কান এই ওপেনার।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
আরইউ