ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ

অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক ছাড়া খেলছিল বাংলাদেশ। অবশ্য কোনো ফরম্যাটেই দীর্ঘদিন এই দায়িত্বে ছিলেন না কেউ।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে লিটন দাসকে টেস্টের সহ-অধিনায়ক করা হয়।

এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের জন্য সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে আফিফ হোসেনকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপের আগে সাকিব আল হাসানের কাঁধে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেয় বিসিবি। এবার তার ডেপুটি হলেন আফিফ। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বাংলাদেশের জার্সিতে ৪৭ টি-টোয়েন্টি খেলেছেন।  

আগামী মঙ্গলবার (৩০ আগস্ট) শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হবে আফগানিস্তানের। আজ আসরের প্রথম ম্যাচে এই আফগানরাই আবার শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।