ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওল্ড ট্রাফোর্ডে মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ওল্ড ট্রাফোর্ডে মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড

লর্ডসে সিরিজের প্রথম টেস্ট তিনদিনে ইনিংস ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।  যা নিয়ে কম সমালোচনা হজম করেনি ইংল্যান্ড দল।

 সেই সমালোচনার জবাব ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে দিল ইংলিশরা।  লর্ডসের ঠিক উলটো ছবি ওল্ড ট্রাফোর্ডে। দক্ষিণ আফ্রিকাকে ইনিংস পরাজয়ের লজ্জা ফিরিয়ে দিল ইংল্যান্ড। তাও মাত্র তিনদিনেই! এ যেন সুদে-আসলে শোধ নিল ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা দুই ইনিংস মিলিয়েও ইংল্যান্ডের প্রথম ইনিংসের ধারে কাছে রানও করতে পারেনি। দুই ইনিংস মিলিয়ে প্রোটিয়াদের রান দাঁড়ায় ৩৩০। যেখানে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৪১৫ রানে।  

যদিও দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৩ রান নিয়ে দিন শেষ করেছিল প্রোটিয়ারা। তবে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিংয়ে ধস নামে দক্ষিণ আফ্রিকার। তৃতীয় দিনে স্কোরবোর্ডে মাত্র ১০ রান যোগ করতেই অধিনায়ক এলগারকে বোল্ড করেন জেমস অ্যান্ডারসন। এরপর খুব দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বিপদে পরে দক্ষিণ আফ্রিকা। এরপর দলের হাল ধরেন পিটারসেন এবং ভ্যান ডার ডুসেন।  

তারা দুজন মিলে ৮৭ রানের এক জুটি করেন। যা দেখে মনে হচ্ছিল, অন্তত ইনিংস ব্যবধানে হারার সম্ভাবনা নেই তাদের। তবে অ্যান্ডারসন ও রবিনসনের বোলিং দাপটে অসহায় আত্মসমর্পণ করে প্রোটিয়ারা। রবিনসন ৪৩ রানে ৪টি আর অ্যান্ডারসন ৩০ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পান স্টোকস।

বাংলাদশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।