ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ভারতের হার্দিক আছে, আমাদের আছে সাকিব’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
‘ভারতের হার্দিক আছে, আমাদের আছে সাকিব’

দুঃসময় কাটিয়ে দারুণ ফর্মে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্সকে অভিষেকেই আইপিএল শিরোপা জেতানোর পর এশিয়া কাপের শুরুতেই আলো ছড়ালেন ভারতীয় এই অলরাউন্ডার।

পাকিস্তানের বিপক্ষে গতকাল বল হাতে ৩ উইকেট আর ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এমন অলরাউন্ড নৈপুণ্যের পর প্রশংসার বন্যায় ভাসছেন হার্দিক।  

স্বদেশী হার্দিকের ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামও। টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিকের মতো অলরাউন্ডারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন তিনি। তবে সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, বাংলাদেশ দলেও আছেন সাকিব আল হাসানের মতো বিশ্বমানের অলরাউন্ডার; যিনি বোলার ও ব্যাটসম্যান দুই ভূমিকাতেই সমান কার্যকর।

আজ বাংলাদেশ দলের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের ভূমিকা অনস্বীকার্য। হার্দিক পান্ডিয়া-বেন স্টোকসের মতো ক্রিকেটার তো বেশি আসে না। এমন অলরাউন্ডার দলে ভারসাম্য আনে। কখনো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারবেন, কখনো বোলার। কোথায় যেন পড়লাম, ভারত দলে ১২ জন খেলছে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে বলেই তো। তবে আমাদেরও সাকিব আছে। ৪ ওভার বোলিং করতে পারে, টপ অর্ডারে ব্যাটিং করে। ’

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব। তার প্রশংসা করে শ্রীরাম বলেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে কী প্রত্যাশা, সে ব্যাপারে স্বচ্ছ ধারণা আছে সবারই। অধিনায়কও এখানে দুর্দান্ত। দলের কাছে তার প্রত্যাশার কথাও সে ভালোভাবে তুলে ধরেছে। টি-টোয়েন্টির ব্যাপারে তার ভাবনা খুবই আধুনিক। বাংলাদেশ ক্রিকেটে এটি খুবই ব্যতিক্রমী। ’

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন তিনি। তার এ দিকটা যে দলের জন্যও গুরুত্বপূর্ণ সেটাও মনে করিয়ে দিলেন শ্রীরাম, ‘সাকিব বুদ্ধিমান ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে মানিয়ে নিতে প্রতিনিয়ত উন্নতি করতে হবে। এই কাজটায় সাকিব দুর্দান্ত। যারা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, তাদের সাফল্যের পেছনে গোপন বিষয় একটাই- তারা নিজেদের খেলায় উন্নতিটা ধরে রাখে। উন্নতির মধ‍্য দিয়েই বোলার বা ব‍্যাটসম‍্যানকে হারাতে থাকে। যদি সে এটা করে, এর কৃতিত্ব তারই। এই জন‍্যই সে ভালো একজন খেলোয়াড়। ’

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।