ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রেকথ্রু এনে দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
ব্রেকথ্রু এনে দিলেন সাকিব

বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। রহমানউল্লা গুরবাজকে ফিরিয়ে দলকে ব্রেকথ্রু এনেদিলেন সাকিব।

নিচু হওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন আগের ওভারেই জীবন পাওয়া গুরবাজ। তবে বলের নাগাল পাননি। উইকেটের পেছনে ভুল করেননি মুশফিক, গুরবাজ স্টাম্পড হয়ে ফিরেছেন ১৮ বলে ১১ রান করে। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম ব্রেকথ্রু বাংলাদেশের, সেটিও অধিনায়কের বোলিংয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ বলে ১৭ রান করে অপরাজিত আছেন হযরতউল্লাহ জাজাই। তার সঙ্গে ব্যাট করছেন ইব্রাহিম জাদরান।

স্কোরবোর্ডে বেশি রান নেই। আফগানিস্তানের জয়ের লক্ষ্য মাত্র ১২৮ রান। বাংলাদেশের বোলারদের তাই দারুণ কিছু করতে হবে। এখন পর্যন্ত অবশ্য আফগানদের চাপেই রেখেছেন সাকিব-মেহেদিরা। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে মাত্র ২৯ রান তুলতে পেরেছে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।