ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্টস (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক শাহাদাত

লিজেন্ডস ক্রিকেটে অধিনায়ক হয়েছেন একসময়ের তারকা পেসার শাহাদাত হোসেন রাজিব। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া রোড সেফটি ক্রিকেট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।

ভারতের কানপুরে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। এরপর ২২ দিনের টুর্নামেন্টের বাকি ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুন। বাংলাদেশের স্কোয়াডে শাহাদাত ছাড়াও আছেন সদ্য প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলা অলক কাপালি। দলটির সহ-অধিনায়কও তিনি।  

১৬ সদস্যের স্কোয়াডে চ্যাম্পিয়ন প্লেয়ার ক্যাটাগরিতে গতবারের মতো এবারও আছেন হকি কোচ মামুন উর রাশেদ। দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে যথাক্রমে- শচীন টেন্ডুলকার, শেন ওয়াটসন ও ব্রায়ান লারা। ইংল্যান্ড লিজেন্ডস-এর অধিনায়কত্ব করবেন ইয়ান বেল, শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন তিলকারত্নে দিলশান।

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড:

নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াদ মোহাম্মদ,আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।