ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে এশিয়া কাপ শেষ জাদেজার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ইনজুরিতে এশিয়া কাপ শেষ জাদেজার

পাকিস্তানের বিপক্ষে নেমে করেছেন উল্লেখযোগ্য ৩৫ রান। দলও জিতেছে বড় ব্যবধানে।

তবে পরবর্তী ম্যাচে আর পাওয়া যাবে না ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। ইনজুরিতে পড়ে এশিয়া কাপে আর খেলতে পারবেন না তিনি।

এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়েছে ভারত। যে কারণে নিশ্চিত হয়ে গেছে তাদের সুপার ফোর। পরবর্তী ম্যাচে রোববার (৪ সেপ্টেম্বর) মাঠে নামবে দলটি। তবে এই দলে থাকছেন না অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার বদলে খেলবেন অক্ষর প্যাটেল।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, জাদেজা ডান হাঁটুতে চোট পেয়েছে। বোর্ডের চিকিৎসকরা তার ইনজুরির দেখভাল করছে। জাদেজার বদলে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।