ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকলায়েনের রেকর্ড ভাঙলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
সাকলায়েনের রেকর্ড ভাঙলেন স্টার্ক

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। ঘরের মাটিতে হারলেও বল হাতে বিশ্বরেকর্ড গড়েছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেটের কীর্তি এখন এই বাঁহাতির দখলে।

তিন ম্যাচের শেষটিতে আজ ৩ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। তবে লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়ের ব্যাটার রায়ান বার্লকে আউট করে মাইলফলকে পৌঁছান স্টার্ক। ১০২ ম্যাচে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তিনি।  

এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাকের। এই সাবেক অফ স্পিনার ২০০ উইকেট পেতে খেলেছিলেন ১০৪টি ম্যাচ। এ ছাড়া স্টার্কের সাবেক সতীর্থ ও অজি কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লির ২০০ উইকেট পেতে লেগেছে ১১২ ম্যাচ।

এই নিয়ে ষষ্ঠ অজি বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পেয়েছেন স্টার্ক। এ তালিকায় সবার ওপরে আছেন গ্লেন ম্যাকগ্রা। কিংবদন্তি অজি পেসারের উইকেট ৩৮০টি। এরপর রয়েছেন ব্রেট লি (৩৮০), শেন ওয়ার্ন (২৯১), মিচেল জনসন (২৩৯) ও ক্রেইগ ম্যাকডরমট (২০৩)।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।