ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিনন্দন মুশফিক, তুই পারবি বন্ধু: তামিম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
অভিনন্দন মুশফিক, তুই পারবি বন্ধু: তামিম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তীব্র সমালোচনা ও এশিয়া কাপে ব্যর্থতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

মুশফিকের অবসরের খবরে অভিনন্দন জানিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিককে উদ্দেশে তিনি লিখেছেন, 'অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...। '

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন মুশফিক। বাকি দুই ফরম্যাটের জন্য মুশফিককে শুভকামনা জানিয়ে তামিম লিখেছেন, 'টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!'

অন্যদিকে মুশফিকের অবসরের খবরে আবেগাক্রান্ত হয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ।  

ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে তিনি লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনাটা ছিল হৃদয়বিদারক। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার ও অর্জন তুমি ভালো করেছো। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ছিল আনন্দের। তোমার কাজের ধরণ যে কোনো ফরম্যাটে অনুপ্রেরণা হয়ে থাকবে। ’

এর আগে নিজের অবসরের কথা জানিয়ে ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। ’
 
যদিও ঘরোয়া টি-টোয়েন্টি চালিয়ে যাবেন জানিয়ে মুশফিক লিখেছেন, ‘টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য। ’ 

‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।  
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ’

দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন অবধি ১০২ ম্যাচে মাঠে নেমেছেন মুশফিক। ১৯.৪৮ গড় ও ১১৫.০৩ স্ট্রাইক রেট ১৫০০ রান করেছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের দলে না থাকলেও এশিয়া কাপে রাখা হয় তাকে। কিন্তু পারফর্ম করতে ব্যর্থ হন মুশফিক। বিশ্বকাপ দলে জায়গা হবে কি না আসে এমন প্রশ্ন। এবার নিজে থেকেই সরে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।