ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের অবসরের আবেদন, এখনও গ্রহণ করেনি বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
মুশফিকের অবসরের আবেদন, এখনও গ্রহণ করেনি বিসিবি

সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম জানা গিয়েছিল খবরটা। মুশফিকুর রহিম জানিয়েছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলবেন না তিনি।

ওই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানান মুশফিক। তবে এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, ‘আমরা একটা ই-মেইল পেয়েছি, আমাকে একটা দিয়েছে, বোর্ড সভাপতি, সিইও আর প্রধান নির্বাচককে দিয়েছে। মুশফিক জানিয়েছে, সে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চায়। তবে টেস্ট ও ওয়ানডের জন্য সে অ্যাভেইলেবল আছে। কারণ হিসেবে জানিয়েছে এই দুইটা ফরম্যাটে সে ফোকাস করতে চায়। এটা আমাদের জানিয়েছে, আমি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেইনি, তাকে একসেপ্ট করেছি কী করিনি। ’

কী সিদ্ধান্ত নেবেন জানতে চাইলে জালাল বলেছেন, ‘এটা আমাদের মধ্যে আলাপ করতে হবে। যেহেতু সিদ্ধান্ত হয়নি, এই মুহূর্তে কিছু বলা কঠিন। তবে বিশ্বকাপে নিশ্চিতভাবে আমরা তাকে মিস করব। বিশ্বকাপের জন্য কিছু প্লেয়ার আমরা ঠিক করেছি, সে তার মধ্যে একজন। টিম ম্যানেজমেন্ট থেকে ২০ জনের মতো প্লেয়ারের একটা সেট করা হয়েছে সে ওই ২০ প্লেয়ারের একজন। ’ 

মুশফিকের অবসরের ধরনও বিসিবির খুব একটা পছন্দ হয়নি। জালাল বলেছেন, ‘এ ধরনের অবসর না হলেই ভালো। আপনি যদি অন্য দেশগুলোতে দেখেন, একটা ক্রিকেটার যখন সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে যখন তার ক্যারিয়ার শেষের দিকে চলে আসে, তারা জানেই যে কোন ফরম্যাট কতদিন খেলবে না খেলবে। ’ 

‘তারা কিন্তু ৬ মাস ১ বছর আগে বলে দেয়, যে অমুক সিরিজে লাস্ট ম্যাচ হবে আমার। আমি রিটায়ার করব। আমাদের ক্ষেত্রেও যদি কোনো প্লেয়ার বলে দেয় যে অমুক সিরিজে আমি রিটায়ার করব, আমাদের ক্ষেত্রে ভালো হয় যে তাদেরকে সম্মান ও তাদের রিটায়ারমেন্টটা একসেপ্ট করতে পারি। সম্মানের সঙ্গে যেন তাদের বিদায় জানাতে পারি। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।