ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার কংক্রিটের উইকেটে প্রস্তুতি নেবেন সাকিবরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
এবার কংক্রিটের উইকেটে প্রস্তুতি নেবেন সাকিবরা

মিরপুরের একাডেমি মাঠের উইকেট বদলে যাচ্ছে। এবার প্রচলিত কোনো উইকেট নয়, নতুন করে কংক্রিকেটের উইকেট বসানো হচ্ছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকেও নিশ্চিত করা হয়েছে, টিম ম্যানেজমেন্টের ইচ্ছে অনুযায়ী মিরপুরে বসছে এ ধরনের উইকেট।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশে খেলতে গিয়ে নিয়মিতই বিপদে পড়তে হচ্ছে বাংলাদেশকে। এসব দেশের উইকেটে মানিয়ে নিতে পারছেন না ব্যাটাররা। এ কারণেই ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে বিদেশের বাউন্সি উইকেটের অনুশীলন সারতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট।

আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ মাধ্যমকে ক্রিকেট অপরাশেন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘সাধারণত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরব আমিরাতেও আমরা দেখেছি উইকেট ফ্ল্যাট থাকে। বল সুন্দর ব্যাটে আসে, সুতরাং এটা ওটাকে রেপ্লিকেট করবে। পরবর্তীতে দুটা অ্যাস্ট্রোটার্ফ উইকেট করারও পরিকল্পনা আছে, যেটা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দেশের সঙ্গে মিল থাকবে। ’

‘বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুইটা-তিনটা কংক্রিট উইকেটের কথা বলা হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কিন্তু কংক্রিটের উইকেটে অনুশীলন করে। আমরা কিন্তু আমাদের জাতীয় দলের বেশ কয়েক বছর ধরে অনুশীলনে দেখছি খেলোয়াড়রা মার্বেল স্লেভের ওপর ব্যাটিং করে। এতে বলের গতি বেশি থাকে এবং ভালো বাউন্সার পাওয়া যায়। ’

কংক্রিকেটের উইকেট ব্যাটার ও বোলার দুই বিভাগের কাজেই আসবে বলে বিশ্বাস নাফিসের, 'আমরা ৫০ শতাংশ ম্যাচ দেশে খেলি, আর ৫০ শতাংশ দেশের বাইরে। সেখানে আমরা দেখি বেশিরভাগ উইকেটে পেস এবং বাউন্স থাকে। তো ওই পেস বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। '

'এখানে বল স্কিড করবে, বাউন্স করবে। আমাদের ব্যাটারদের যেমন অনুশীলন হবে, তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটে অনুশীলনের সুযোগ হবে। গ্রাউন্ডস বিভাগ এ দুইটা উইকেট বানাচ্ছে। '

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।