ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে সোহান

গত কয়েক মাসে ভাগ্যের দুই পিঠই দেখেছেন নুরুল হাসান সোহান। প্রথমে অধিনায়কত্ব পেয়ে গিয়েছিলেন জিম্বাবুয়েতে।

সেখানেই ম্যাচ খেলতে গিয়ে পাওয়া চোটে খেলা হয়নি পুরো সিরিজ।

এরপর এশিয়া কাপের দলে শুরুতে তাকে রাখলেও পরে বাদ দেওয়া হয়। তবে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন বিশ্বকাপে পরিকল্পনার বড় অংশজুড়ে থাকবেন সোহান। আশার কথা, চোট পাওয়ার পর প্রথমবার ব্যাট হাতে নেমেছেন তিনি।

বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে ব্যাট করেন সোহান। অবশ্য কোন বোলারের মুখোমুখি হননি সোহান। গ্রান্ড স্ট্যান্ডের সামনে বিসিবি থ্রোয়ার রাব্বিকে বল ছুঁড়তে দেখা যায় তাকে।

ব্যাট হাতে প্রায় আধঘণ্টা অনুশীলন করেন সোহান। এসময় বিভিন্ন ধরনের শট খেলতে দেখা গেছে তাকে। অনুশীলনের সময়টাতে সোহানের সঙ্গী ছিলেন মিজানুর রহমান বাবুল। ব্যাটিংয়ের পর লিটনের সঙ্গে ক্যাচিং অনুশীলনও করতে দেখা গেছে সোহানকে।

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।