ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দ.আফ্রিকা

কয়েকদিন পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এটিকে সামনে রেখে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি।

যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত সূচিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে; ১৭ অক্টোবর। ১৯ অক্টোবর বাকি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে সাকিব আল হাসানের দল। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে অ্যালান বোর্ডার ফিল্ডে।

আগামী ১৬ অক্টোবর নামিবিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার প্রাথমিক পর্যায়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের এবারের আসরা। বাংলাদেশ মূলপর্বে আগামী ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে প্রাথমিক পর্ব পেরিয়া আসা একটি দলের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।