ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বাবা বলেছেন, এটাই যেন শেষ না হয়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
‘বাবা বলেছেন, এটাই যেন শেষ না হয়’

বছর খানেক আগেও বাবার সঙ্গে কৃষি কাজ করতো। সেই মারুফা আক্তার এখন জাতীয় দলে।

সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন বিশ্বকাপ বাছাই খেলতে। এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মারুফা জানালেন নিজের অনুভূতির কথা।

নিজের প্রথম সফর নিয়ে মারুফা বলেছেন, ‘ভালো লাগতেছে। প্রথম সফর। আমার জন্য দোয়া করবেন সবাই। ’ মারুফা খেলবেন নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। একসময় দুজন ছিলেন রুমমেট। ওই স্মৃতিও জানিয়েছেন মারুফা।

বলেছেন, ‘(নিগার) প্রথম যখন সিলেট থেকে আসি। আমার রুমমেট ছিল। আমাদের রুম থেকে এয়ারপোর্ট দেখা যায়। তো ও বলছিল, আমি কি প্লেনে উঠব। অনেক ছোট যেহেতু, অনেক রোমাঞ্চিত। তবে ও আসলে এখনো বুঝতেছে, ও কী পেতে যাচ্ছে বা কী পেয়েছে। তবে এটাই এখন বেস্ট ওর জন্য। না বোঝা। বুঝে গেলে অনেক কিছু চিন্তা আসে, এখন শুধু নিজের পারফরম্যান্স নিয়েই চিন্তা করতে পারে। ’

বাবা-মা কতটা খুশি? মারুফার উত্তর, ‘ওনারা অনেক খুশি হয়েছে, এ পর্যন্ত যেতে পারি। বাবা বলেন, সামনে আরও খেলতে হবে। এটিই শেষ না। ’

কঠিন সময়ে পাশে থাকায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মারুফা বলেছেন, ‘ক্রিকেট বোর্ড যখন হেল্প করেছে, তখন মনে করেছি, দেশের জন্য কিছু করতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।