ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের চেপে ধরেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
লঙ্কানদের চেপে ধরেছে পাকিস্তান

ফাইনালের চাপ। শুরুতেই টস হেরে সেটা যেন আরও বাড়ল।

এরপর মাঠে নেমেও নেই স্বস্তির খবর। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা। এক প্রান্ত আগলে অবশ্য এখনও লড়ছেন ধনঞ্জয়া ডি সিলভা।  

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাওয়ার প্লের ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান করেছে শ্রীলঙ্কা।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি লঙ্কানদের। ইনিংসের তৃতীয় বলে কোনো রান না করেই নাসিম শাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান কুশল মেন্ডিস। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও নিজের ইনিংস বড় করতে পারেননি।  

হারিস রউফকে তুলে মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং হয়নি, মিড অফে দাঁড়ানো বাবর আজম পেছনের দিকে দৌড়ে ক্যাচ নেন বাবর আজম। ১১ বল খেলে ৮ রান করেন নিশাঙ্কা। এ দুজনের বিদায়ের পর ইনিংস গড়ার দায়িত্ব নেন ডি সিলভা।  

কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি দানুস্কা গুনাতিলাকাও। রউফের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি, ৪ বল খেলে ১ রান করে। এখনও লড়ে যাচ্ছেন গুনাতিলাকা, তার সঙ্গী রাজাপক্ষে।  

বাংলাদেশ সময় : ২০৪৫, সেপ্টেম্বর ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।