ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নারী হকি লিগ

জয়ে শুরু লাল দলের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
জয়ে শুরু লাল দলের

দীর্ঘদিন পর মাঠে গড়াল নারী হকি লিগ। চারটি দল নিয়ে আয়োজিত হচ্ছে ওয়ালটন ডেভলপমেন্ট কাপ হকি।

লাল, সবুজ, নীল এবং হলুদ নামে চারটি দলের নামকরণ করা হয়েছে। লিগ ভিত্তিক এই আসরের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

আজ বিকেল ৪-৩০ মিনিটে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হয়। উদ্বোধনী দিনে লাল দল ২-০ গোলে হারিয়েছে নীল দলকে। ৫৪ মিনিটে পিসি থেকে গোল করে লাল দলকে এগিয়ে দেন নাদিরা। এর দুই মিনিট পরেই কনা আক্তারের ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লাল দল।

উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

আগামী কাল বিকেল চারটায় সবুজ বনাম হলুদ দলের খেলা আয়োজিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।