ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শান্ত কেন দলে? নির্বাচক বললেন, ‘বিপিএলের রেকর্ড দেখেন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
শান্ত কেন দলে? নির্বাচক বললেন, ‘বিপিএলের রেকর্ড দেখেন’ ছবি: শোয়েব মিথুন

এশিয়া কাপের দলে ছিলেন না। ভাবা হচ্ছিল টি-টোয়েন্টি সেট-আপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

কিন্তু অনেকটা চমক হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

স্বাভাবিকভাবেই তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনে এর জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, বিপিএলে তার রেকর্ড দেখতে। তিনি বলেছেন, ‘আপনি শান্তর বিপিএলের রেকর্ডটা দেখেন। আমাদের ঘরোয়া যে কয়জন ক্রিকেটার আছে, তাদের মধ্যে কিন্তু ওর রেকর্ডটা খারাপ নয়। ’

‘বিপিএলে যে কয়টা সেঞ্চুরি আছে লোকাল প্লেয়ারদের, বেশি কিন্তু শান্তরই করা। সেই হিসেবে যদি চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু শান্তর ঘরোয়া রেকর্ড কিন্তু খুব একটা খারাপ নয়। আন্তর্জাতিকে তো এই ফরম্যাটে আমরা সবাই স্ট্রাগল করছি। টিম ম্যানেজম্যান্টের একটা মতামত আছে, আমাদের (নির্বাচক) একটা মতামত। সবার সম্মতিক্রমেই ওকে নেওয়া। ’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন অবধি ৯ ম্যাচ খেলেছেন শান্ত। ১৮.৫০ গড় ও ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচের মধ্যে ৮৯ ইনিংস খেলে ২ সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ১২২.১৬ স্ট্রাইক রেটে ১৮৯৬ রান করেছেন শান্ত।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।