ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটের সঙ্গে বিজ্ঞানের পরিচয় করালো বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
ক্রিকেটের সঙ্গে বিজ্ঞানের পরিচয় করালো বিসিবি

পৃথিবীর বিভিন্ন দেশে স্পোর্টস সায়েন্স বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ওই পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

কোচদের জন্য তিন দিনের বায়োমেকানিক ওয়ার্কশপের আয়োজন করেছে তারা। যেখানে আনা হয়েছে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির ফিটনেস ট্রেনার রতনেশ সিংকে।  

আজ (শুক্রবার) থেকে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে চালু হয়েছে কোর্সটি। এতে অংশ নিচ্ছেন স্থানীয় কোচরা।

প্রথম দিনের কার্যক্রম এ নিয়ে কথা বলেছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের সহ-সভাপতি ফাহিম সিনহা। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাদের কোর্সটা হচ্ছে বায়োমেকানিকস, স্পোর্টস সায়েন্স ও হাই পারফরম্যান্স কোচদের জন্য...ক্রিকেটের সঙ্গে সায়েন্সের কীভাবে আমরা যোগসামঞ্জস্য করতে পারি। বড় বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে...ক্রিকেট বাদেও আপনার ক্রীড়ায় উন্নত সব দেশগুলো যারা আছে, সেসব জায়গায় স্পোর্টস সায়েন্স খুবই কার্যকর। ’

‘আমাদের এখানে অন্যান্য স্পোর্টসে আমরা এটা ব্যবহার করি নাই। আমাদের কোচরা বায়োমেকানিকসের উপর কিছু বেসিক জ্ঞান পেয়ে থাকে লেভেলে-১, লেভেল-২ তে। আমরা চাচ্ছিলাম গভীরভাবে একটা কোর্স করানোর জন্য। উনি হচ্ছে বিসিসিআইয়ের ট্রেনার, দিক নির্দেশক। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেন। একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবেও আছেন। সায়েন্সের সঙ্গে ক্রিকেট কীভাবে সংযুক্ত এখনকার সময়ে এটাই পরিচয় করিয়ে দিতে আমরা উনাকে প্রথমবার নিয়ে এসেছি। ’

২০১৩ সাল থেকে ছত্রিশগড়ের গুরু গসিদাস বিশ্ববিদ্যালয়ের ফিজিল্যাক এডুকেশন বিভাগের সহকাত্রী অধ্যাপক হিসেবে কাজ করছেন রতনেশ। ব্যাঙ্গালোরে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনস্থ জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করা ছাড়াও বয়সভিত্তিক দলগুলোর সাথে কাজ করেছেন দীর্ঘদিন ধরে।

কোর্সটি নিয়ে তিনি বলেছেন, 'সব দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে। এটা শুধু খেলোয়াড়দের মাধ্যমে হচ্ছে তা না। একটা যৌথ প্রচেষ্টা বলা যায়। যারা তাদের দেখভাল করছে তাদেরও কৃতিত্ব দিতে হয়। আমি খুব খুশি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পোর্টস সায়েন্স বিষয়টা বিশ্বাস করে। আর সেভাবেই ফাহিম ও কায়সার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। এটা আসলে অনেককিছুর সমন্বয়, একটা পারফরম্যান্সের জন্য। আমি আসলে বলতে পারি না যে বায়োমেকানিকসই পারফরম্যান্স বদলে দিবে। ’

‘এটা নির্ভর করে ডায়েট প্ল্যান, ফিজিক্যাল ক্যাপাসিটি...আসলে এটা একটা টিম গেম, খেলোয়ায়ড় ও টিম মায়নেজমেন্টের সমন্বয়। আমি আশা করি সামনের দিনগুলোতে জুনিয়র ও সিনিয়র ক্রিকেটে বাংলাদেশ এসব সঙ্গী করেই এগোবে। আপনি কোনোভাবেই বলতে পারেন না একমাত্র ডায়েটই গুরুত্বপূর্ণ। অবশ্যই ডায়েট ঠিক থাকলে আপনি একদিক থেকে এগিয়ে থাকলেন তবে সবকিছু যথা সময়ে কাজে লাগানো, ফিজিক্যাল ক্যাপাসিটি, টেকনিক, স্কিল...আর দেশের জন্য খেলা মানে আপনি ক্রিকেটে ঠিকঠাকই। ’

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।