ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাসান মাহমুদের কাছে ইনজুরি ‘বন্ধুর মতো’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
হাসান মাহমুদের কাছে ইনজুরি ‘বন্ধুর মতো’

পেসারদের জন্য চোট নিয়মিত ব্যাপার। হাসান মাহমুদের ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা নয়।

গত বছর নিউজিল্যান্ড সফরের মাঝপথে ফিরতে হয় ইনজুরি নিয়ে, এরপর ফেরেন ডিপিএলে মোহামেডানের হয়ে। জিম্বাবুয়ে সফরে জাতীয় দলেও ফিরেছিলেন।

বল হাতে আলো ছড়িয়ে জায়গা পান এশিয়া কাপের স্কোয়াডে। কিন্তু গোড়ালির চোটে খেলতে পারেননি এই টুর্নামেন্টে। এবার আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে দলে জায়গা পেয়েছেন হাসান। অনেকটা আফসোস নিয়েই এই পেসার আজ সাংবাদিকদের বললেন, ইনজুরি তার কাছে বন্ধুর মতো।

হাসান বলেছেন, ‘পেস বোলারদের জন্য ইনজুরি জিনিসটা মানে একটা বন্ধুর মতো এসে আবার চলে যায় (হাসি)। জিনিসটা খুবই… কিন্তু এটা কাজ করার মধ্যে থাকতে হবে অবশ্য। ফিটনেস বলেন বোলিং ওয়ার্ক বলেন সব কিছু মিলেই এটা প্রকৃতপক্ষে ধারাবাহিকতার ব্যাপার। নিয়মিত আপনি যখন কাজে থাকবেন তখন এ জিনিসটা হয়তো হবে না। ’

ডেথ বোলিংয়ে দলের ভরসা হতে পারেন হাসান। এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘না এরকম কোন কথা হয়নি (টিম ম্যানেজমেন্টের সাথে)। কিন্তু প্রত্যেকটা ফাস্ট বোলারের একটা ক্যাটাগরি আলাদা ডেথ ওভারে বল করার জন্য। সবার এমন আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। সে জিনিসটা নিয়ে সামনে আমরা অবশ্যই কাজ করব। কোচ আছেন, আমরা কথা বলব। ’

বাংলাদেশের পেসারদের ইয়র্কার মারতে খুব একটা দেখা যায় না। অথচ গুরুত্বপূর্ণ সময়ে মোড় ঘুরিয়ে দিতে পারে এটি। এ নিয়ে হাসান বলেছেন, ‘আমি বলবো যে যখন চাপের মুহূর্ত আসে তখন আমরা পেনিক হয়ে যাই, স্কিল আমরা ভুলে যাই। ওই স্কিলের মধ্যে থাকতে হবে ওটা চালিয়ে নিতে পারলে ইয়র্কার মারতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।