ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগ প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে তামিম ইকবালের। এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা।

২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর। এর আগে ২৬ সেপ্টেম্বর টি-টেন লিগের ড্রাফট অনুষ্ঠিত হবে। তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে জেসন রয়, ডেভিড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স এবং জেমস ভিন্সের মতো ক্রিকেটারদের।

এদিকে টি-টেনের দল বাংলা টাইগার্স ইতোমধ্যে আইকন ও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম নিশ্চিত করেছে।  

এর আগে ২০১৭ আসরে পাখতুনসের হয়ে খেলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। টুর্নামেন্টের অভিষেক আসরে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির নেতৃত্বে ওই দলটি সেমিফাইনালেও খেলেছিল। সেবার আসরে নিজের প্রথম ম্যাচেই ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত ছিলেন তামিম।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।