ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির র‌্যাংকিংয়ে এগোলেন নিগার-সালমা-শামিমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আইসিসির র‌্যাংকিংয়ে এগোলেন নিগার-সালমা-শামিমা

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও আলো ছড়াচ্ছেন বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পরপর দুই ম্যাচে জিতে র‌্যাংকিংয়েও উন্নতি করেছেন তারা।

 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) র‌্যাংকিং হালনাগান করে আইসিসি। ব্যাটারদের তালিকায় পাঁচ দাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন সালমা খাতুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ রানে জয়লাভ করে বাংলাদেশ। পরের ম্যাচেই স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারায় তারা। দুই ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নিগার সুলতানা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে ১ ছক্কা ও ১০ চারে ৬৭ রানের ইনিংস খেলার পর স্কটল্যান্ডের বিপক্ষে ৫ চারে ৩৪ রান সংগ্রহ করেন তিনি। এই দুই ইনিংসের নৈপুণ্যে পাঁচ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশি অধিনায়ক।

এদিকে প্রথম ম্যাচে ৪০ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলে ছয় ধাপ এগিয়েছেন শামিমা সুলতানা। র‌্যাংকিংয়ের ৭২ নম্বরে অবস্থান করছেন তিনি। এই তালিকায় ৪৬তম স্থানে আছেন ফারজানা হক, সালমা আছেন ৪৯তম স্থানে।

স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের নিদা দারকে পেছনে ফেলে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের ৭ নম্বরে উঠে এসেছেন সালমা। বোলিংয়েও বাংলাদেশিদের মধ্যে সবার উপরে রয়েছেন তিনি। আছেন ১৩তম স্থানে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।