ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টেনের ড্রাফটে থাকবেন মোস্তাফিজও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
টি-টেনের ড্রাফটে থাকবেন মোস্তাফিজও

আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে নাম লেখাচ্ছেন একের পর এক বাংলাদেশি তারকা। সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে আগেই দলে নিয়ে রেখেছে বাংলা টাইগার্স।

এরপর ড্রাফটে নাম লেখেন উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল।

এবার প্লেয়ার্স ড্রাফটে নিজের নাম দিলেন তারকা পেসার মোস্তাফিজুর রহমানও। আবুধাবি টি-টেন লিগ তাদের ফেসবুক পেজে মোস্তাফিজের ড্রাফটে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, তাবরেজ শামসি, টাইমাল মিলসের মতো বোলাররাও থাকবেন এই লিগের ড্রাফটে। ২০১৭ সালে তৎকালীন বেঙ্গল টাইগার (দিল্লি বুলস) মোস্তাফিজকে দলে নেয়। কিন্তু সেবার তার ম্যাচ খেলা হয়নি।  

টি-টেনের ৬ষ্ঠ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬শে সেপ্টেম্বর। ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০০৭, সেপ্টেম্বর ২০, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।