ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে কতটা উন্নতি করেছি’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
‘বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে কতটা উন্নতি করেছি’

বিশ্বকাপ বাছাই পর্ব খেলা ও টুর্নামেন্টে জায়গা করে নেওয়া যেন নিয়মই হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এবারও হয়নি ব্যতিক্রম।

দাপট দেখিয়ে তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় টাইগ্রেসরা।  

ফাইনালে উঠার লড়াইয়ে থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাও। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে কতটা উন্নতি করেছেন তারা। দলের ক্রিকেটারদের নিয়ে গর্বের কথাও জানিয়েছেন তিনি।

জ্যোতি বলেছেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি। ’

‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে। ’

ফাইনালে রোববার বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এর আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে জ্যোতি বলেছেন, ‘এখন অবশ্যই আমাদের নজর চ্যাম্পিয়নশিপের দিকে। আশা করি আমরা ফাইনালে আমাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরবো। ’

বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।