ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সোহান-তাসকিনদের সঙ্গে টি-টেনে মৃত্যুঞ্জয়, অবিক্রিত তামিম-রিয়াদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
সোহান-তাসকিনদের সঙ্গে টি-টেনে মৃত্যুঞ্জয়, অবিক্রিত তামিম-রিয়াদ

আসন্ন আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহানদের সঙ্গে দল পেয়েছেন তরুণ মৃত্যুঞ্জয় চৌধুরী।

তবে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে দল পাননি অভিজ্ঞ তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরাও।

প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরি ‘সি’ এর রাউন্ড থ্রি থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসানকে দলে নেয় বাংলা টাইগার্স। দেশের জার্সিতে ৩৬ টি-টোয়েন্টি খেলা নুরুল হাসান এবারই প্রথম টুর্নামেন্টটি মাতাবেন বাংলা টাইগার্স জার্সিতে।

এরপর ইমার্জিং ক্যাটাগরি থেকে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স ফ্র‍্যাঞ্জাইজি। দেশের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি তিনি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স অপশনাল ক্যাটাগরি থেকে দলে নেয় পেসার তাসকিন আহমেদকে। চতুর্থ বাংলাদেশি হিসেবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পান মোস্তাফিজুর রহমান। টিম আবুধাবি অপশনাল ক্যাটাগরি থেকে মুস্তাফিজকে দলে নেয়। এবারই প্রথম টুর্নামেন্টটি মাতাবেন তিনি।

বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার অবিক্রিতও রয়ে গেছেন। এদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, কিংবা আফিফ হোসেনের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি, আল-আমিন হোসেনসহ আরও কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় ছিলেন টি-টেন লিগের ড্রাফটে অবিক্রিত।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে টি-টেন লিগ। আগামী ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর, টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।

বাংলাদেশ সময় : ১০২৮, সেপ্টেম্বর ২৭, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।