ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ দল। এবার ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

এজন্য টি-টোয়েন্টি কনসালটেন্ট হিসেবে আনা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে, নেতৃত্বেও এসেছে বদল।

নিজেদের পরিবর্তন দেখানোর মিশনে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকাল মাঝরাতে (১২টা দিকে) নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি নিউজিল্যান্ডের সঙ্গে যোগ দেবেন।  

আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ১৪ অক্টোবর ফাইনালের একদিন পর, অর্থাৎ ১৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মানে ত্রিদেশীয় সিরিজ খেলে আর দেশে ফেরা হচ্ছে না টাইগারদের।  

বিশ্বকাপ ১৬ তারিখ শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৪ তারিখ। এবার সরাসরি সুপার টুয়েলভে অংশ নেবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।