ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বড় কিছু অর্জনের লক্ষ্য বাংলাদেশের’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, সিলেট থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
‘বড় কিছু অর্জনের লক্ষ্য বাংলাদেশের’ ছবি : শোয়েব মিথুন

এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের মেয়েদের। থাইল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

এবার সামনে কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান নারী দলের বিপক্ষে।  

তাদের বিপক্ষে ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে টাইগ্রেসরা জিতেছে কেবল একটি। তবে আপাতত ওসব ভুলে থাকতে চাইছে বাংলাদেশ দল। সিলেটে সাংবাদিকদের অলরাউন্ডার রুমানা আহমেদ বলেছেন, বড় কিছু অর্জনের লক্ষ্য তাদের।

পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘পরিকল্পনা তো আসলে ওভাবে নেওয়ার কিছু নাই। আমরা ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট। ’

‘আমরা তো আমাদের শক্তির জায়গা দেখবো। আমরাও শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট বড় কিছু অর্জন করার লক্ষ্য আমাদের। আমরা শক্তভাবে এগোচ্ছি, এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে। ’

নিজের লক্ষ্যের ব্যাপারে জানতে চাইলে রুমানা বলেছেন, ‘আলাদা না, আমি চেষ্টা করি সবসময় দলকে অলরাউন্ড পারফরম্যান্স দিতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করবো।  সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।