দুই দলই নারী এশিয়া কাপের শুরু করেছে দারুণভাবে। থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
সোমবার টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই দলের জন্যই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিততে পারলে সহজ হয়ে যাবে সেমিফাইনালের পথ। বাংলাদেশের বিপক্ষে ভালো একটা ম্যাচের প্রত্যাশাই করছে পাকিস্তান।
মালেশিয়ার বিপক্ষে ম্যাচসেরা ক্রিকেটার তুবা হাসান বলেছেন, ‘বাংলাদেশ একটা খুবই ভালো দল। আশা করছি আমাদের একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। আমরা আসলে সামনের দিকে তাকাচ্ছি। ’
পাকিস্তানের বিপক্ষে পুরো ২০ ওভার খেললেও ৫৭ রানের বেশি করতে পারেনি মালেশিয়ার মেয়েরা। এর বড় কৃতিত্ব তুবার। ৪ ওভারে ১৩ রান খরচায় ২ উইকেট নেন এই লেগ স্পিনার।
নিজের বোলিং নিয়ে তিনি বলেছেন, ‘এটা আমার প্রথম ম্যাচ (এশিয়া কাপে), অধিনায়ক গত রাতে আমাকে বলেছে বোলিং করার ক্ষেত্রে শুধু চ্যানেল মেনে চলতে। এইতো। ’
‘পিচ স্পিনারদের জন্য খুব সহায়ক। যদি বোলাররা ভালো করে তাহলে পাকিস্তান সেরাটা দিতে পারবে। ’
বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমএইচবি/এআর