ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘তরুণ’ বাংলাদেশ দল ‘রোমাঞ্চিত’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
‘তরুণ’ বাংলাদেশ দল ‘রোমাঞ্চিত’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। এর আগের সময়টুকু ছিল খুবই বাজে।

টানা হারে বিপর্যস্ত ছিল টাইগাররা। এবার তাদের মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ।

এই উদ্দেশে ইতোমধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ। ৭ অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। এর আগে বাংলাদেশ দলকে ‘তরুণ’ আখ্যা দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। যদিও ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের গড় বয়স ২৭ এর বেশি।

নিউজিল্যান্ডে সিডন্স বলেছেন, ‘আমরা দুবাই থেকে এসেছি। সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলেছি, সপ্তাহখানেক দারুণ অনুশীলন সুবিধা পেয়েছি সেখানে। আমাদের দলটা খুব তরুণ। কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছে বা দলে নেই। তরুণ দল হিসেবে তারা রোমাঞ্চিত। তাদের জন্য এটা শেখার মঞ্চ। দেখা যাক খুব ভালো দুটি দলের বিপক্ষে কেমন খেলি। ’

দুবাইয়ে প্রচণ্ড গরমে খেলেছে বাংলাদেশ। এখন নিউজিল্যান্ডে খেলছে তীব্র ঠান্ডায়। এ নিয়ে সিডন্স বলেছেন, ‘আমরা ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে খুব ভালো ঠান্ডা আবহাওয়ায় এসেছি। কন্ডিশন একই থাকবে অস্ট্রেলিয়ার। এখানকার উইকেট, ইনডোর খুবই ভালো। এজন্য আমরা এখানে এসেছি। প্রাক মৌসুমের অস্ট্রেলিয়ার সঙ্গে এখানকার খুব মিল আছে। ’

বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে সিডন্স বলেছেন, ‘সাব্বির ও মিরাজের ওপেনিং তামিম ও লিটনের থেকে বেশ ভিন্ন। লিটন এখানে আছে তিন বা চারে খেলবে। আমাদের এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে কিন্তু তরুণরা খুব উদ্দীপ্ত। ’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।