আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে ২০০২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সুখবর পেল পাকিস্তান দল।
গত জুলাইয়ে হাঁটুর ইনজুরিতে ছিটকে যান শাহিন আফ্রিদি। এরপর লন্ডনে চলেছে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে বিশ্বকাপের ঠিক আগে ফেরার বার্তা দিলেন তিনি। বিশ্বকাপের আগে দলের অনুশীলনের জন্য ফিটনেস টেস্টে উতরে গেছেন এই বাঁহাতি পেসার। গত ১০ দিন ধরে তিনি ফুল রান-আপ এবং গতিতে ৬-৮ ওভার পর্যন্ত বোলিং করতে পারছেন।
আগামী শনিবার পাকিস্তান দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন আফ্রিদি। এরপর ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাবরবাহিনী। আর ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।
২২ বছর বয়সী আফ্রিদি এখন পর্যন্ত ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৭ উইকেট ঝুলিতে পুরেছেন।
এদিকে আফ্রিদি ছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরছেন ফখর জামান। হাঁটুর ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন এই ব্যাটারও। তাকে সফরকারী দলে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। আগামী শনিবার তিনিও দলের সঙ্গে যোগ দেবেন।
বিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এমএইচএম