ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বাজে ফিল্ডিং, বাবরের ফিফটিতে পাকিস্তানের শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
বাংলাদেশের বাজে ফিল্ডিং, বাবরের ফিফটিতে পাকিস্তানের শতক

রান তাড়ায় ব্যাটিংয়ে নামলে বাংলাদেশি পেসাররা শুরুতেই চাপে রাখে পাকিস্তানকে। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান থিতু হয়ে ব্যাট করে লক্ষ্যের দিকে ছুটেই চলছেন।

৪২ বলে ৫০ রানের জুটি স্পর্শ করেন তারা।  

এদিকে ফিল্ডিংয়ে বাংলাদেশ বরাবরই বাজে পারফরম্যান্স দেখাচ্ছে। একাদশ ওভারের চতুর্থ বলে রিজওয়ানের ব্যাট থেকে উড়ে আসা বল তালুবন্দি করতে পারেননি সাইফউদ্দিন। সেই খেসারত দিয়েই যাচ্ছে টাইগাররা।

৩৭ বলে ৮ চারে অর্ধশতক পূর্ণ করেন বাবর আজম। ফিফটি পূর্ণ করতে রিজওয়ানের বাকি ৮ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০০ রান।

এর আগে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও লিটন দাসের দারুণ ইনিংসে ১৭৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।