ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাবর-হায়দারকে ফিরিয়ে স্বস্তি আনলেন হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
বাবর-হায়দারকে ফিরিয়ে স্বস্তি আনলেন হাসান

ফিফটি হাকিয়েই বেশিক্ষণ থিতু হতে পারলেন না বাবর আজম। তাকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ।

এক বল পরেই ব্যাট করতে নামা হায়দার আলীকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন বাংলাদেশি এই পেসার।

সাঝঘরে ফেরার আগে ৪০ বলে ৯ চারে ৫৫ রানের ইনিংস খেলেন পাকিস্তানি অধিনায়ক। ব্যাট হাতে এখনও লড়ে যাচ্ছেন রিজওয়ান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১১২ রান।

এর আগে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও লিটন দাসের দারুণ ইনিংসে ১৭৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।  

রান তাড়ায় ব্যাটিংয়ে নামলে বাংলাদেশি পেসাররা শুরুতেই চাপে রাখে পাকিস্তানকে। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান থিতু হয়ে ব্যাট করে লক্ষ্যের দিকে ছুটেন। ৩৭ বলে ৮ চারে অর্ধশতক পূর্ণ করেন বাবর আজম।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।