ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শান্তর যথেষ্ট সামর্থ্য আছে: নান্নু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
শান্তর যথেষ্ট সামর্থ্য আছে: নান্নু

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সবচেয়ে বড় বিতর্ক ছিল নাজমুল হোসেন শান্তকে নিয়ে। ওই সমালোচনা থামেনি এখনও।

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে ২৯ বলে ৩৩ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। কিন্তু পরের দুই ম্যাচেই আবারও পুরোপুরি ব্যর্থ হয়েছেন শান্ত।

যথাক্রমে ১১ ও ১২ রান করেন তিনি। এর মধ্যে শেষ ম্যাচে টানা ডট বেলায় খেলায় শান্তকে নিয়ে সমালোচনা বাড়ে। যদিও তার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। তিনি তুলে ধরেছেন শান্তর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকেও।

ঢাকায় সাংবাদিকদের নান্নু বলেছেন, ‘শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্মার। ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে। ’

শান্তকে নিয়ে করা সমালোচনার মধ্যেও ত্রুটি দেখেন নান্নু। তিনি বলেছেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা আলোচনা করেন তা না করে খেলোয়াড়কে সাহস দিন, দেখবেন সামনে আরও ভালো করবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।