ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নান্নু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ত্রিদেশীয় সিরিজে টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নান্নু

নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ। পারফরম্যান্সও সন্তুষ্ট করার মতো ছিল না।

কেবল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে কিছুটা লড়াইয়ের দেখা মিলেছিল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট।

নান্নু বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজে একটা জিনিস ভালো লেগেছে, দলের অ্যাপ্রোচ। এটা যেন ধারাবাহিক থাকে, দল হেরেছে কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু বেরিয়ে যেত যেকোনো একটা ম্যাচ। তাহলে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেত। প্র্যাকটিস ম্যাচে যদি এই অ্যাপ্রোচ ঠিক থাকে, আশা করি এখানে ভালো কিছু হবে এবং বিশ্বকাপের শুরু থেকে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। ’

উদ্বোধনী জুটিতে পরীক্ষা নিয়ে তিনি বলেন, ‘এটা আগেই বলা হয়েছিল আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট সে কিন্তু এশিয়া কাপে যোগ দিয়েছে। তো তারও কিছু কিছু পরিকল্পনা আছে। সব হেড কোচেরই একটা পরিকল্পনা থাকে, ওই অনুযায়ীই আগায়। সে হিসেবে পরিকল্পনা করে কিছু কিছু খেলোয়াড়কে আগে দেখা হয়েছে, মাঝখানে দেখা হয়েছে। বিশ্বকাপের আগে কথাই ছিল যে সবাইকে দেখে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর ব্রিসবেন থেকে আসল পরীক্ষাটা শুরু। তো এই প্রস্তুতি ম্যাচে আর পরীক্ষা-নিরীক্ষা হবে না। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার নির্ধারিত সময়ের আগেই এবার স্কোয়াড জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ত্রিদেশীয় সিরিজে কয়েক জনের পারফরম্যান্স ছিল অসন্তোষজনক। তাতে সুযোগ কাজে লাগিয়ে শেষ সময়ে দুয়েকটি পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে।

এ নিয়ে আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘এটা আলোচনা হচ্ছে, আমরা আপনাদের আগামী ৪৮ ঘণ্টার ভেতর হয়ত কিছু জানাতে পারব। আশা করছি দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।