ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরু থেকেই প্রস্তুত হয়ে মাঠে নামবে বাংলাদেশ, আশাবাদ নান্নুর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
শুরু থেকেই প্রস্তুত হয়ে মাঠে নামবে বাংলাদেশ, আশাবাদ নান্নুর

কিছুতেই যেন দিশা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টানা হেরে চলছে।

ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ হারের পর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেরেছে সাকিব আল হাসানের দল।

এই ম্যাচে ৯৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। এছাড়াও ব্যাটিংটা চিন্তার জায়গা অনেক দিন ধরে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, ব্যাটারদের জন্য জরুরি আত্মউপলব্ধি। অস্ট্রেলিয়াতে সাংবাদিকদের তিনি বলেছেন, ব্যাট করতে হবে পরিকল্পনা করে।

নান্নু বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটা স্বল্প পরিসরের খেলা। এখানে নিজস্ব উন্নয়নের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোচরা ধারাবাহিকভাবে খেলোয়াড়দের পরামর্শ দিয়ে যাচ্ছে। ব্যাটিং কোচ টানা কাজ করে যাচ্ছে কীভাবে ব্যাটিং উন্নতি করানো যায়। তারপরও সেলফ অ্যাসেসমেন্ট জরুরী, নিজেকে পরিকল্পনা করে ব্যাটিং করতে হবে। কারণ খুবই কম সময়ের খেলা তাড়াতাড়ি বল বুঝে যে কয়টা বল ভালোভাবে হিট করে আসা যায়। ’

‘আমার কাছে মনে হয় সেলফ অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। পরামর্শের দিক থেকে আমাদের হেড কোচ, ব্যাটিং কোচ যতটুকু দরকার তারা দিচ্ছে। মাঠে খেলা, প্রয়োগ করার দায়িত্বটা খেলোয়াড়দের। আমি আশা করি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে নিজেদের পুরোপুরি প্রস্তত করে মাঠে নামবে। ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের একাদশ দেখা যাবে কি না এ নিয়ে নান্নু বলেছেন, ‘এই মুহূর্তে বলা কঠিন। কারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হবে। এটা আমরা আগামীকাল বলতে পারব। আরেকটা জিনিস দলকে পুরোপুরি তৈরি করতে এরপরও আমরা ৪-৫ দিন সময় পাব। ৪-৫ টা প্র্যাকটিস সেশন আছে। তাই আমি মনে করি এর আগে দল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আশা করছি সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকে সেরাটা দেবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।