ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দ. আফ্রিকার ওয়ার্ম আপ ম্যাচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দ. আফ্রিকার ওয়ার্ম আপ ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মনের মতো হলো না বাংলাদেশ দলের। আফগানিস্তানের কাছে বড় হারের পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারল না টাইগাররা।

কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আজ ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দ. আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শুরু থেকেই বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে টস হয়নি। ভেজা মাঠে খেলা হওয়ার সম্ভাবনা শেষ হলে একটি বলও মাঠে গড়ানোর আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে আফগানদের কাছে ৬২ রানে হেরেছিল বাংলাদেশ। গত ১৭ অক্টোবরের ম্যাচে আফগানদের ছুড়ে দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় পুরো ২০ ওভার ব্যাট করেও ৯ উইকেট হারিয়ে ৯৮ রান করতে পারে টাইগাররা।  

অন্যদিকে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিউইদের মাত্র ৯৮ রানে অলআউট করে নিজেরা ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।