ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

একটা ম্যাচও দেখেননি মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
একটা ম্যাচও দেখেননি মাশরাফি ছবি: শোয়েব মিথুন

ব্যর্থতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজে জেতা হয়নি একটি ম্যাচও।

এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে সাকিব আল হাসানের দল। এ নিয়ে জানতে চাইলে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, ব্যক্তিগত ব্যস্ততায় একটি ম্যাচও দেখেননি তিনি।

বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজেদের লোগো উন্মোচন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্স। এ সময় মাশরাফিকে তারা ঘোষণা করে আইকন ক্রিকেটার হিসেবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি।

তিনি বলেন, ‘আমি ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমি শুনেছি যে এসব কথা হচ্ছে। কিন্তু আমাকে বিশ্বাস করুন, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো। তখন হয়তো কথা বলতে পারবো। ’

‘কিন্তু যে কথাগুলো হচ্ছে (ইন্টেন্ট, ইম্প্যাক্ট ক্রিকেট) অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে। দল একটা ফোকাস করে আগায়। তারা কী চাচ্ছে, তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন। সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা যাচ্ছে। ফল আমাদের পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে। ’

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের মানসিকভাবে ভালো থাকাও জরুরি মনে করেন মাশরাফি, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুইটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।